• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজার মূলধন কমলো প্রায় ২ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২২, ০৫:৩২ পিএম
বাজার মূলধন কমলো প্রায় ২ হাজার কোটি টাকা

ঢাকা : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে আরো ১ হাজার ৮৬৯ কোটি ৬৬ লাখ টাকা। যা প্রায় দুই হাজার কোটি টাকার কাছাকাছি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৮৭২ কোটি ১৭ লাখ ৮৭ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮ হাজার ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের এক হাজার ৮৬৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ১২০ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ২৩৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ৭২৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৮১ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৬০৫ টাকা বা ৬ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.২৭ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৭.৯৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৩৩ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.২৯ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৩.৭১ পয়েন্টে এবং দুই হাজার ৩০৭.৩৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টির বা ৪১.৬০ শতাংশের, কমেছে ১৯৫টির বা ৫০.৩৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির বা ৮.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!