• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বারভিডার প্রেসিডেন্ট হাবিবউল্লাহ সম্পাদক শহীদুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২২, ০৬:০৩ পিএম
বারভিডার প্রেসিডেন্ট হাবিবউল্লাহ সম্পাদক শহীদুল ইসলাম

ঢাকা : বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ডডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২০২৪ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. হাবিবউল্লাহ ডন। এই নিয়ে ৪র্থ বারের মত তিনি নির্বাচিত হন। এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল পদে মোহাম্মদ শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তারা দুইজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত ১৮ জুন অনুষ্ঠিত বারভিডার দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫টি পদে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্য তাদের মধ্য থেকে সোমবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে, মো. আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান এবং মো. গিয়াসউদ্দিন চৌধুরী। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদগুলোতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার মো. সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. জসিম উদ্দিন, প্ল্যানিংঅ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মো. আব্দুল আউয়াল, কালচারাল সেক্রেটারি জুবায়ের রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য ১৩ জন হলেন- কাউছার হামিদ, মোহাম্মদ হাবিবুর রহমান, মো. সাইফুল ইসলাম (সম্রাট), জিয়াউল ইসলাম জিয়া, আলহাজ জাফর আহমেদ, এ. বি. সিদ্দিক (আবু), আবু হোসেন ভূইয়া রানু, মো. রায়হান আজাদ (টিটো), মাহবুবুল হক চৌধুরী বাবর, মো. নাজমুল আলম চৌধুরী, মো. গোলাম রব্বানি (শান্ত), মো. লাবু মিয়া হাজী রুবেল, পুনম শারমিন ঝিলমিল।

উল্লেখ্য, বারভিডা দেশের একটি জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে স্থানীয় বিনিয়োগ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক কের কর্মসংস্থান এবং সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৯২০।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!