• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মীর সিকিউরিটিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু


নিজস্ব প্রতিনিধি জুলাই ৫, ২০২২, ১১:০৯ এএম
মীর সিকিউরিটিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মীর সিকিউরিটিজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।

মঙ্গলবার (৫ জুলাই) মীর সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মীর নাসির হোসেন প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

মীর নাসির বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করবো। মীর আখতারের পদচারণা বৃদ্ধি করার জন্যই আমরা মীর সিকিউরিটিজ এর যাত্রা শুরু করেছি। আমরা চাই একটা প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে৷ দেশের বর্তমান ইকোনমির তুলনায় যেনম পুঁজিবাজার দরকার আমরা তেমন বাজার গড়ে তুলতে পারিনি৷ এ দায় শুধু সরকারের নয়। সরকার, নিয়ন্ত্রণ সংস্থা, ডিএসই, সিএসই এবং বিনিয়োগকারী সবার এগিয়ে এসে বাজার গড়ে তুলতে হলে।

তিনি বলেন, আমাদের দেশের বিনিয়োগকারীরা ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করে। ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করা বাজারের জন্য শুভ লক্ষণ নয়। দায়িত্ব সকলের রয়েছে। আমরা সম্প্রতি সময়েও দেখেছি মার্কেটের নিম্নমানের বা বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়ে চলেছে। বাজারে হুজুগে বিনিয়োগ করবেন না৷

এ সময় আরো উপস্থিত ছিলেন মীর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামা- ই জাহির, মীর আক্তার হোসেন লিমিটেডের চেয়ারম্যান সোহেলা হোসেন , মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালক মাহবুবা হোসেন, মীর টেলিকমের পরিচালক মাহরীন নাসির প্রমুখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!