• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিনটি ব্রোকারেজ হাউজের পাওনাদারদের অর্থ প্রদান কার্যক্রম শুরু


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২২, ০২:৩৫ পিএম
তিনটি ব্রোকারেজ হাউজের পাওনাদারদের অর্থ প্রদান কার্যক্রম শুরু

ঢাকা : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশেনা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেক হোল্ডার কোম্পানি ক্রেষ্ট সিকিউরিটিজ লিমিটেড, বাংকো সিকিউরিটিজ লিমিটেড এবং তামহা সিকিউরিটিজ লিমিটেডের যে সব বিনিয়োগকারী ১৫ মে ২০২২ তারিখের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন তাদের নিজ নিজ বিও হিসাবে উল্লেখিত ব্যাংক হিসাবের মাধ্যমে আনুপাতিক হারে প্রাপ্য অর্থ (যাচাই বাছাই পূর্বক) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে৷ 

এরই অংশ হিসেবে গত ২৯ জুন ২০২২ তারিখ হতে BEFTN এর মাধ্যমে আজ মঙ্গলবার পর্যন্ত ৪৩১ বিনিয়োগকারীকে ৪ কোটি ৭৬ লাখ টাকা প্রদান করা হয়েছে৷ ডিএসই আশা করছে যথসম্ভব দ্রুতগতিতে BEFTN এর মাধ্যমে বাকী অর্থ নিষ্পপি করা হবে৷  

ডিএসই আশা করছে পর্যায়ক্রমে সকল বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করবে৷ ডিএসই সকল পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্রোকারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করছে৷ আর এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়েও সতর্ক রয়েছে৷

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!