• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২২, ১২:৩৯ পিএম
গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

ঢাকা: শেয়ারবাজারে নতুন করে আসছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। এটি একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড। ফান্ডটির প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন গ্রহণ শুরু হবে ১৭ আগস্ট যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। 

রোববার (০৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৮ জুন এই ফান্ডর প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক আকার ১০০ কোটি টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি এএমসিএল)।

উল্লেখ্য, ফান্ডটিতে সিএমএসএফ ৫০ কোটি এবং আইসিবি এএমসিএল ২০ কোটি টাকার যোগান দিয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাইভেট প্লেসমেন্টে ৫ কোটি টাকার ইউনিট কিনেছে। বাকী ২৫ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে।

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। আর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!