• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গম-ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৫:২৭ পিএম
গম-ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন

ঢাকা: দেশের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ কর্তৃক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সার্কুলার জারি করা হয়েছে। 

এ স্কিমের আওতায় ঋণ বিতরণ এবং পুনঃঅর্থায়ন গ্রহণে ইচ্ছুক ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণ চুক্তিতে স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ, কে, এম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে অংশগ্রহণ চুক্তিতে স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন চৌধুরীসহ কৃষি ঋণ বিভাগ ও সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!