• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা পত‌নে ফ্লোর প্রাই‌সে ১৯০ কোম্পানির শেয়ার


আবদুল হাকিম সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৯:৫৬ পিএম
টানা পত‌নে ফ্লোর প্রাই‌সে ১৯০ কোম্পানির শেয়ার

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার লেনদেনে চাঙা থাকলেও টানা সূচকের পতন অব্যাহত রয়েছে। বাজারে টানা এই পত‌নের চা‌পে কোম্পা‌নিগু‌লোর শেয়ারদর ক্রমেই যাচ্ছে ফ্লোর প্রাই‌সে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ১৬ টি কোম্পানিসহ ফ্লোর প্রাইসে যাওয়া কোম্পানি প্রায় ১৯০টি।বাজার বি‌শ্লেষণ ক‌রে এমন তথ‌্য জানা গে‌ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস বে‌ধে দি‌য়ে‌ছি‌লো বাজা‌রের পতন ঠেকা‌তে। কিছু দি‌নের জন‌্য সেই পতন বন্ধ হ‌লেও, তা জোড় ক‌রে ধ‌রে রাখ‌তে ইতোমধ্যেই ব‌্যর্থ হ‌য়ে‌ছে সংস্থা‌টি। যার কার‌ণে কোম্পা‌নিগু‌লোর শেয়ার দ‌র ফ্লোর প্রাইসে বে‌ড়েই চ‌লে‌ছে।

মঙ্গলবার সামান্য পতনের বাজারেও ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১৬ কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, প্রগতি লাইফ, পপুলার লাইফ, এক্সিম ব্যাংক, ফাস ফাইন্যান্স, ইসলামী ফাইন্যান্স, অ্যাপেক্স ট্যানারি, বঙ্গজ, আলিফ, সোনারগাঁ টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ ও ডমিনেজ স্টিল।

আজ ডিএসইতে ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬০টির, দাম কমেছে ১৩৬টির এবং দামের পরিবর্তন হয়নি ১৭৪টির। দামের পরিবর্তন না হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় সবগুলোই ছিল ফ্লোর প্রাইসের বাসিন্দা।

আজকের ১৬টি কোম্পানি নিয়ে ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১৯০টি। অর্থাৎ শেয়ারবাজারে লেনদেনের অর্ধেকের বেশি বা ৫১ দশমিক ৩৫ শতাংশের বেশি রয়েছে ফ্লোর প্রাইসের প্রতিষ্ঠান। এ ছাড়া ফ্লোর প্রাইসের আশপাশে ঘোরাফেরা করছে আরও শতাধিক কোম্পানি।

এদিন ডিএসইতে এক হাজার ৪৯০ কোটি ০৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৮৯.০৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৪২ এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৩.২৪ পয়েন্টে এবং দুই হাজার ৩১৬.৪১ পয়েন্টে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!