• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে থাকছে না প্রি-ওপেনিং সেশন


আব্দুল হাকিম নভেম্বর ২৩, ২০২২, ০৭:১৭ পিএম
পুঁজিবাজারে থাকছে না প্রি-ওপেনিং সেশন

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারে লেনদেন শুরুর আগে শেয়ার কেনা-বেচার অর্ডার দেওয়ার জন্য প্রি-ওপেনিং সেশন ছিল ৫ মিনিট। এই নিয়ম বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে দেশের পুঁজিবাজারে কোনো প্রি-ওপেনিং সেশন থাকবে না।

বুধবার (২৩ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সোনালী নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সকাল ১০টা থেকে লেনদেন হবে। এদিন থেকে প্রি-ওপেনিং সেশন থাকছে না।

সোনালীনিউজ/এমএএইচ
 

Wordbridge School
Link copied!