• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

ব্রেইন স্টেশনের কিউআইও‍‍`র মাধ্যমে অর্থ উত্তোলনের প্রস্তাব প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৪, ১২:৩৮ পিএম
ব্রেইন স্টেশনের কিউআইও‍‍`র মাধ্যমে অর্থ উত্তোলনের প্রস্তাব প্রত্যাহার

ঢাকা : পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। যে কোম্পানিটির আবেদনের আলোকে গত ৯ জুন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিউআইও অনুমোদন করেছিল। এছাড়া আগামি মাসে কিউআইওতে আবেদন গ্রহনের সময় নির্ধারন করা হয়েছিল।

রোববার (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি খাতের কোম্পানির ব্যবসা ভালো না। এরইমধ্যে দেশব্যাপি কয়েকদিন নেটওয়ার্ক বন্ধ রাখায় বর্হিবিশ্বে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এরমধ্য দিয়ে শেয়ারবাজারে এসে প্রশ্নের মুখোমুখি হতে চাই না।

এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্রেইন স্টেশন ২৩ পিএলসিকে ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেওয়া হয়েছিল। কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করতে চেয়েছিল।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটিসামগ্রী এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করার কথা ছিল।

এমটিআই

Wordbridge School
Link copied!