ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সাবেক সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।
বিএটি বাংলাদেশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর এক সভায় কোম্পানির পরিচালনা বোর্ড তার পদত্যাগপত্র গ্রহণ করে। তামাক পণ্য বাজারজাতকারী কোম্পানিটি ওই শুন্য পদে নুমায়ের আলমকে নিয়োগ দিয়েছে, যা ১ অক্টোবর কার্যকর হবে কোম্পানি সূত্রে জানা গেছে।
সালাহউদ্দিন ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি ঢাকার জেলা প্রশাসক ছিলেন।
কোম্পানির বার্ষিক প্রতিবেদনে সালাহউদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন মহাপরিচালক হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি ২০২৩ সালের জানুয়ারিতে বিএটি বাংলাদেশে পরিচালক পদে যোগ দেন। তখন তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ছিলেন।
এএইচ/আইএ
আপনার মতামত লিখুন :