• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

এমডি, সিওও এবং সিটিও নিয়োগ দিবে ডিএসই


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৪, ০৫:৪৬ পিএম
এমডি, সিওও এবং সিটিও নিয়োগ দিবে ডিএসই

ঢাকা: ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগ দিবে ঢাকা স্টক এক্সচেঞ্জ।  বুধবার (২৭ নভেম্বর) ডিএসই থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, পরিবর্তিত পরিস্থিতিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব গ্রহণ করেন৷ যার নেতৃত্বে রয়েছেন মমিনুল ইসলাম (চেয়ারম্যান)৷ দায়িত্ব গ্রহণের পরই অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন।

তারই অংশ হিসেবে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

প্রতিটা পদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ৪ ডিসেম্বর, সন্ধ্যা ৬ ঘটিকায় ডিএসইর চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সাথে আগ্রহী প্রার্থীদের ডিএসই সম্পর্কে ধারনা দেয়ার জন্য ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এএইচ/এসএস

Wordbridge School
Link copied!