• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুরে বর্ণাঢ্য ক্যাশলেস বাংলাদেশ রোডশো ও সেমিনার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম
ফরিদপুরে বর্ণাঢ্য ক্যাশলেস বাংলাদেশ রোডশো ও সেমিনার

ছবি: সোনালীনিউজ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ সম্প্রসারণের জন্য ফরিদপুর জেলায় রবিবার দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সকালে সরকারি রাজেন্দ্র কলেজের মূল ফটক থেকে শুরু হওয়া র‌্যালী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর শিশু একাডেমিতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো: পারওয়েজ আনজাম মুনির ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ সম্পর্কিত উপস্থাপনা পরিচালনা করেন। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তন্ময় ইসলাম এবং বিভিন্ন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা-কিউ-আর অধিভুক্ত ১৭টি ব্যাংকের ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

প্রধান অতিথি বলেন, সকল লেনদেন ডিজিটাল করলে নগদ টাকার প্রয়োজন কমে যাবে এবং জীবনযাত্রা সহজ হবে। তিনি সকলকে ক্যাশলেস বাংলাদেশ গঠনের প্রচার ও অংশগ্রহণে আহবান জানান।

এসএইচ
 

Wordbridge School
Link copied!