• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিআইএ’র কমিটিকে স্বৈরাচারী বলে পদত্যাগ করলেন ফারইস্টের চেয়ারম্যান ফকরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৫, ০৪:৫৯ পিএম
বিআইএ’র কমিটিকে স্বৈরাচারী বলে পদত্যাগ করলেন ফারইস্টের চেয়ারম্যান ফকরুল ইসলাম

ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটিকে স্বৈরাচারী আখ্যা দিয়ে কমিটি থেকে পদত্যাগ পত্র দিয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম। 

বুধবার (১৫ অক্টোবর) বিআইএ’র কার্যালয়ে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, বিআইএ’কে নিয়ম বহির্ভূতভাবে পরিচালনার কারণে তার পক্ষে এ জাতীয় স্বেচ্ছাচারী ইসি নির্বাহী কমিটিতে আমার পক্ষে থাকা সম্ভব নয়।

তিনি বলেন, বিআইএ’র বিভিন্ন কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার আশ্রয় নেয়া হচ্ছে ও গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গলী দেখানো হচ্ছে।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করে আরও বলেন, বিআইএ’র গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে স্বেচ্চাচারিতার মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে প্রশ্ন তুলেও তিনি সন্তোষজনক উত্তর না পেয়ে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাহী কমিটির ২২৫ তম সভা থেকে তিনি ওয়াকআউট করেন।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!