• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে সুখবর


সোনালীনিউজ ডেস্ক অক্টোবর ১৮, ২০২০, ০১:৪৯ পিএম
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে সুখবর

ঢাকা: ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে কাজ চলছে।  একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে। শিক্ষকদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে না। ইএফটির মাধ্যমেই বেতন পাবেন শিক্ষকরা। 

রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন ।

ব্যানবেইস থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে শিক্ষকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তথ্য চাওয়া হয়েছে। শিক্ষকদের কেউ কেউ ধারনা করছেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা পাঠানো হবে।

শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমেই দেয়া হবে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত সচিব। তিনি আরও বলেন, ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতনভাতা দেয়া নিয়ে কেউ কেউ  নানা নেতিবাচক মন্তব্য করছেন, যা কাম্য নয়। এটি অবশ্যই হবে।  তবে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর কোন পরিকল্পনা নেই।সূত্র:দৈনিক শিক্ষা

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!