• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চতর গ্রেড পাচ্ছেন ২৩৩০ শিক্ষক-কর্মচারী 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২১, ০৮:০১ পিএম
উচ্চতর গ্রেড পাচ্ছেন ২৩৩০ শিক্ষক-কর্মচারী 

ঢাকা: স্কুল কলেজের ২ হাজার ৩৩০ জন শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৩০০ জন এবং কলেজের ৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

রোববার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

আরও পড়ুন<<>>আর বাড়ছে না ছুটি, ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুলের ২ হাজার ৩০০ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২১১ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৬৩ জন, কুমিল্লা অঞ্চলের ১১৬ জন, ঢাকা অঞ্চলের ৩০৮ জন, খুলনা অঞ্চলের ৩৭৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ২৪৫ জন, রাজশাহী অঞ্চলের ৩২৪ জন, রংপুর অঞ্চলের ৪৪৮ জন এবং সিলেট অঞ্চলের ১০৬ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন<<>>অবসরে যাওয়া প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুসংবাদ

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৩০ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১ জন, কুমিল্লা অঞ্চলের ৪ জন, ঢাকা অঞ্চলের ৭ জন, খুলনা অঞ্চলের ৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ১০ জন এবং সিলেট অঞ্চলের ৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন<<>>৮০ হাজার শিক্ষক নিয়োগের বিশাল গণবিজ্ঞপ্তি আসছে

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!