• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কপাল খুললো ১২১১ শিক্ষক-কর্মচারীর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২১, ০৮:৪৬ পিএম
কপাল খুললো ১২১১ শিক্ষক-কর্মচারীর

ঢাকা: বেসরকারী স্কুল-কলেজের ১ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ৯১৮ জন ও কলেজের ২৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

আরও পড়ুন<<>>আর বাড়ছে না ছুটি, ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

রোববার (১৭ জানুয়ারি) মাউশি ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

আরও পড়ুন<<>>অবসরে যাওয়া প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুসংবাদ

স্কুলের ৯১৮ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫১ জন, চট্টগ্রাম অঞ্চলের ৭৬ জন, কুমিল্লা অঞ্চলের ৫৯ জন, ঢাকা অঞ্চলের ১৩৪ জন, খুলনা অঞ্চলের ১১৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৫৯ জন, রাজশাহী অঞ্চলের ১২৫ জন, রংপুর অঞ্চলের ১৩০ জন এবং সিলেট অঞ্চলের ৭১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন<<>>উচ্চতর গ্রেড পাচ্ছেন ২৩৩০ শিক্ষক-কর্মচারী 

অপরদিকে কলেজের ২৯১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৮ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১ জন, কুমিল্লা অঞ্চলের ২ জন, ঢাকা অঞ্চলের ২৩ জন, খুলনা অঞ্চলের ৬৬ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩২ জন, রাজশাহী অঞ্চলের ৪৪ জন, রংপুর অঞ্চলের ৭৩ জন এবং সিলেট অঞ্চলের ১৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এছাড়া অফলাইনে আবেদন করা একজন এমপিওভুক্ত হয়েছেন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!