• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয় চালু নিয়ে ডিপিই’র জরুরী নির্দেশনা


সোনালীনিউজ ডেস্ক জানুয়ারি ২৪, ২০২১, ০৯:০১ পিএম
প্রাথমিক বিদ্যালয় চালু নিয়ে ডিপিই’র জরুরী নির্দেশনা

ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে জনস্বাস্থ্য মেনে বিদ্যালয়গুলো পুনরায় চালু করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার আদেশটি স্বাক্ষর করেছেন অধিদপ্তরের যুগ্ম সচিব মনীষ চাকমা। আদেশটি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১নং স্মারকে কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে এবং ২নং স্মারকে স্লিপ ফান্ড হতে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ অবস্থায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ উল্লিখিত পরিপত্র ও নির্দেশনার আলোকে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যালয়সমূহ পুনরায় চালু করার সকল প্রস্তুতি আগামী ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র বিদ্যালয়সমূহে কার্যক্রম শুরু করা যায়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!