• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবির আবাসিক হল খোলার নীতিগত সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২১, ০৮:৩৭ পিএম
ঢাবির আবাসিক হল খোলার নীতিগত সিদ্ধান্ত

ঢাকা: অনার্স-মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে আবাসিক হল আংশিকভাবে খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।  

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

এর আগে সীমিত পরিসরে আবাসিক হল খোলার প্রস্তুতির লক্ষ্যে কোন হলে কোন বর্ষের কত শিক্ষার্থী থাকেন সেই তালিকা হলগুলোর প্রভোস্টদের কাছে জানতে চাওয়া হয়েছে। ইতোমধ্যে প্রভোস্টরা সেই তালিকা জমাও দিয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) হল প্রভোস্টদের এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সূত্র জানায়, আবাসিক হল বন্ধ রেখেই পরীক্ষা নেয়ার অনুমতি দেয় ঢাবির একাডেমিক কাউন্সিল। তবে হল না খোলায় পরীক্ষা না দেয়ার পক্ষেই অধিকাংশ শিক্ষার্থী। সেজন্য বিভিন্ন অনুষদের আওতায় থাকা বিভাগগুলো শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারছে না। তাই সীমিত পরিসরে আবাসিক হল খুলে এসব শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!