• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল-কলেজ খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৩:১১ পিএম
স্কুল-কলেজ খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২৪ মে থেকে দেশে সবল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ১৭ মে থেকে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সকল হল গুলো। এর আগে সকল ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ মে এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিদের করোনা টিকা প্রদান করা হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ মে

তিনি আরো বলেন, হল খোলার পর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের করোনার টিকা প্রদান করা হবে। এখন যারা হলে অবস্থান করছেন তাদেরকে দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। সরকারি এই নির্দেশনা সরকারি, বেসরকারি এবং প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কার্যকর হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত

ডা. দীপু মনি বলেন, বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা হবে। স্কুল কলেজ খোলার বিষয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছুটির পর জানানো হবে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!