• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাচ্ছি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৬:১৪ পিএম
দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাচ্ছি

ফাইল ছবি

ঢাকা: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের তালিকায় উন্নীত হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ।

এই সুখবরটি বাঙালী জাতিকে আনুষ্ঠানিকভাবে জানাতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, করোনা ভাইরাস মহামারী শুরু থেকেই আমরা ভাইরাস মোকাবেলায় যা যা প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে আওতায় আনতে চাই। খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাচ্ছি।

সরকারপ্রধান আরও বলেন, যখন টিকা নিয়ে গবেষণা হচ্ছে তখন থেকেই আমরা খোঁজা শুরু করেছিলাম কোথা থেকে সংগ্রহ করা যায় আমরা আগেই আগাম টাকা দিয়ে টিকার বুকিং দিয়ে রেখেছিলাম। সেজন্যই এত তাড়াতাড়ি টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। আরও ৩ কোটি ডোজ টিকা কেনা হবে।

সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণের ঘটনাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। বলেছেন, এই অর্জনের কৃতিত্ব বাংলাদেশের প্রতিটি নাগরিকের।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!