• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের নতুন উদ্যোগ, যোগ্যতা শিথিল করে হবে শিক্ষক নিয়োগ 


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০৩:২৮ পিএম
সরকারের নতুন উদ্যোগ, যোগ্যতা শিথিল করে হবে শিক্ষক নিয়োগ 

ঢাকা: সবাইকে শিক্ষার আওতায় আনতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব এলাকায় যাতায়াত সহজ নয়- বিশেষ করে পাহাড়ি, চরাঞ্চল ও হাওর এলাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সৌরবিদ্যুৎ কিংবা জেনারেটর দিয়ে চালানো হবে ডিজিটাল ব্যবস্থায় পাঠদান কার্যক্রম। এমনকি স্মার্ট টিভিও ব্যবহার করা হবে।পড়ানো হবে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে। স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হবে শিক্ষক।

আরো পড়ুন : এক থাপ্পড়েই সব গোমর ফাঁস, এমপিও হারালেন প্রধান শিক্ষক 

এবিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘হার্ড টু রিচ এরিয়া, হাওর ও চর এলাকার যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান নেই সেখানে কী করা যেতে পারে তা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অনেক দুর্গম জায়গায় শিক্ষক পাওয়া যায় না। তাই বলে ডিজিটাল বাংলাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে না। সেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান করে স্থানীয়দের নিয়োগ দেবো। প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। তবে যারা টেলিভিশন চালাতে পারে, অনলাইন টিভি ও সৌরবিদ্যুতের যন্ত্রপাতি চালাতে পারে তাদের নিয়োগ দেওয়া হবে। ইন্টারনেটে যদি বাসায় বসে পড়তে পারে, তাহলে স্কুলের মধ্যেও স্মার্ট টিভি দিয়ে পড়াশোনা চালাতে পারবো। স্মার্ট টিভিতে পেনড্রাইভ দিয়েও এটা করা যায়।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!