• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ডিজিটাল জালিয়াতি

ঢাবির ১৬৩ শিক্ষার্থীকে বহিস্কার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০৪:০৬ পিএম
ঢাবির ১৬৩ শিক্ষার্থীকে বহিস্কার

ঢাকা: ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৬৩ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 

এর মধ্যে  ১২ জনকে স্থায়ী এবং ১৫১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেটের এই সভায় সভাপতিত্ব করেন।

সোনালীনিউজ/আইএ
 

Wordbridge School
Link copied!