• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ কলেজের ৫ শিক্ষার্থী আজীবন বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০৮:৪৬ পিএম
৭ কলেজের ৫ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ফাইল ছবি

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থীকে একাডেমিক পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া ডিজিটাল জালিয়াতি ও অবৈধপন্থায় ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সোমবার (১ মার্চ) বলেন, একাডেমিক পরীক্ষায় নকল ও নকলের সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় অধিভুক্ত সাত কলেজের পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় আরও সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!