• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের বদলি কার্যক্রম পেছালো


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২১, ০৯:২২ পিএম
শিক্ষকদের বদলি কার্যক্রম পেছালো

ঢাকা: প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম পিছিয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করার কথা থাকলেও কারিগরি কিছু ত্রুটি থাকায় তা পেছানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি। যেহেতু সফটওয়্যার নতুন তাই অনেকে ব্যবহার করতে পারবে না। কারণ এখানে টাইম বাউন্ড একশন থাকবে। কোনো শিক্ষক যেনো বদলি থেকে বঞ্চিত না হয় সে কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাঠ পর্যায়ে দেখানোর জন্য ডেমো ভিডিও তৈরি হয়েছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ট্রেনিং শেষ হওয়ার পর আমরা আগামী সপ্তাহে আশা করছি পাইলট প্রকল্পটি চালু করতে পারবো।

তিনি বলেন, যেহেতু শিক্ষক বদলি কার্যক্রমে এটি একটি নতুন অভিজ্ঞতা, এজন্য পাইলটিং হিসেবে যেসব ভুলত্রুটি হবে তা দ্রুত সমাধান করা হবে। পাইলটিং কাজ সফল হলে দ্রুত সারাদেশে শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে।

ডিপিইর মহাপরিচালক আরও বলেন, দুটি উপজেলায় নয় একটি উপজেলাতেই পাইলটিং প্রকল্প শুরু হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!