• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জরুরীভাবে যেসব প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২১, ০৮:৩৫ এএম
জরুরীভাবে যেসব প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার

ঢাকা: সারাদেশে অষ্টম শ্রেণি পর্যন্ত পরিচালিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার তথ্য চেয়েছে সরকার। মঙ্গলবার (১১ মে) স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে নির্ধারিত তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির স্মারক নম্বর ও তারিখসহ জেলা ও উপজেলাভিত্তিক অষ্টম শ্রেণি পর্যন্ত পরিচালিত বিদ্যালয়ের নাম, ছাত্রছাত্রীর সংখ্যা ও শিক্ষক সংখ্যা নির্ধারিত ছকে পাঠাতে হবে। অনুমতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে কিনা তাও উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। তবে পরীক্ষামূলকভাবে ৭০০ প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু করা হয়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!