• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ অক্টোবরই খুলছে ঢাবির হল


বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:৪৫ পিএম
৫ অক্টোবরই খুলছে ঢাবির হল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামী ৫ অক্টোবর থেকেই খুলছে। আজ শনিবার হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট হল।

এদিকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে সেদিন সকাল আটটা থেকে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে৷ পাশাপাশি অছাত্রদের হলে ওঠা ঠেকানো ও অন্তত এক ডোজ টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিতে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন৷

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল জানান, সিন্ডিকেট প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একই শর্তে এই দুই শ্রেণির শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবর সকাল আটটা থেকে হলে তোলা হবে৷

তিনি আরো বলেন, 'অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রের যে শর্ত দেওয়া হয়েছে, তা নিশ্চিতে সিন্ডিকেট সভায় নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷'

সিদ্ধান্ত অনুযায়ী, ৫ অক্টোবর হল খোলার পর স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শ্রেণি ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে। পরীক্ষা শেষে তারা চলে যাওয়ার পর মধ্য নভেম্বরে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠিয়ে সরাসরি পরীক্ষা ও শ্রেণি কার্যক্রমে যুক্ত করা হবে৷

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!