• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাবির আন্দোলন যৌক্তিক, সব দাবি বাস্তবায়ন করব 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২২, ০৮:০০ পিএম
শাবির আন্দোলন যৌক্তিক, সব দাবি বাস্তবায়ন করব 

ফাইল ছবি

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সব দাবি বাস্তবায়ন করব। যে বা যারাই অপরাধী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যে সমস্যা নিয়ে আন্দোলন তা যে শুধু শাবিতে তা নয়, অনেক বিশ্ববিদ্যালয়েই এ সমস্যাগুলো আছে। এগুলো চিহ্নিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারে।

বুধবার (২৬ জানুয়ারি) নিজ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব। উপাচার্য থাকলেন কি থাকলেন না তাতে শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে না। আমরা সমস্যার সমাধান করব। এটার অন্য পদ্ধতি আছে। রাষ্ট্রপতি আমার ওপর দায়িত্ব ন্যস্ত করেছেন। আমরা দেখব এ ব্যাপারে আমাদের পক্ষে কী করা সম্ভব।’

তিনি বলেন, ‘এখানে (শাবিপ্রবি) পুলিশি অ্যাকশন হয়েছে, যা দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। অনশনের অষ্টম দিন আজ সকালে শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন। এজন্য তাদের সাধুবাদ জানাই।

‘শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছে সেসব সমস্যার আমরা সমাধান করব। আমরা সব সমস্যার সমাধান করতে চাই।’

দীপু মনি বলেন, ‘যে কারণে শিক্ষার্থীদের কয়েকটি দফার আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হলো তা আমরা খতিয়ে দেখব। এ ঘটনায় কারো ত্রুটি-বিচ্যুতি থাকলে যে বা যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’

দীপু মনি বলেন, ‘বিগত কয়েকদিন বিষয়টিতে সম্পৃক্ত ছিলাম।আজ দীর্ঘ সময় আলোচনা করেছি। জাফর ইকবাল সাহেব ছিলেন। অনশনকারী ও আন্দোলনকারীরাও ছিলেন। আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেবে। আন্দোলনের ইতি টানবে। কিন্তু যে কারণে আন্দোলন তা আমরা অ্যাড্রেস করব।’

মন্ত্রী বলেন, ‘আন্দোলনের সময় কিছু মামলা হয়েছে। পেছনে যা কিছু ঘটেছে সেসব থাকবে না। তাদের কোনো কিছুতেই এর কোনো প্রভাব থাকবে না। মামলা থাকবে না। সমস্যার যখন সমাধান হচ্ছে, তখন যারা এগুলো করেছেন তাদের সঙ্গে কথা বলে এগুলোর নিষ্পত্তি করতে হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!