• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন ঢাকা কলেজের দুই শিক্ষক


ঢাকা কলেজ প্রতিনিধি মে ১৮, ২০২২, ০৪:২২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন ঢাকা কলেজের দুই শিক্ষক

ঢাকা : ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ঢাবি) সি‌নেট সদস্য হিসেবে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পুরঞ্জয় বিশ্বাস ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. আব্দুল কুদ্দুস সিকদার মনোনীত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

সি‌নেট সদস্য ম‌নোনীত হওয়ায় নিজের অনুভূতি জানাতে গিয়ে পুরঞ্জয় বিশ্বাস বলেন, ‘এটা অবশ্যই সম্মানের। এর আগে ভিসি স্যার আমাকে ফোন করেছিলেন। অর্পিত দায়িত্ব পালন করে যাবো। এছাড়াও আমি যেহেতু সাত কলেজের প্রতিনিধি, আমাদের যৌক্তিক দাবি সেখানে উপস্থাপন করারও সুযোগ পাবো’।

এ বিষয়ে ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ‘এটা সাধারণত সাত কলেজের পক্ষে অসম্ভব  হয়ে থাকে। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা নিজেদের দায়িত্বের প্রতি সচেতন থাকব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত প্রতিষ্ঠান হিসেবে সাত কলেজের সকল বিষয় উপস্থাপন ও বিভিন্ন সমস্যা সমাধান কল্পে একসাথে কাজ করতে পারব’।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!