• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের দায়িত্বে আলমগীর-কাইয়ুম


ঢাকা কলেজ প্রতিনিধি মে ২৪, ২০২২, ০৩:৩৪ পিএম
ঢাকা কলেজ আবৃত্তি সংসদের দায়িত্বে আলমগীর-কাইয়ুম

আলমগীর-কাইয়ুম

ঢাকা: ঐতিহ্যবাহী ঢাকা কলেজের অন্যতম সংগঠন ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাইয়ুম মনোনীত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মে) ঢাকা কলেজ আবৃত্তি সংসদের মডারেটর রহমাতুল্লাহ রাজনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। 

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি আলমগীর হোসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের ও সাধারণ সম্পাদক  আব্দুল কাইয়ুম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। 

আবৃত্তি সংসদের মডারেটর রহমাতুল্লাহ রাজন বলেন, আমি আশা করি নতুন কমিটির মাধ্যমে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ অনেক দূর এগিয়ে যাবে। নতুন ভাবে কাজ করে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ  ঢাকা কলেজের সুনাম বয়ে আনবে। 

এছাড়া ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২০১৭-১৮ সেশনে এম এ সাঈদ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের ফরহাদ বিন নুর, সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের সাদনান তাজ আপন, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের ইবনে নাঈম, প্রচার সম্পাদক পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের ওবাইদুর সাঈদ, দপ্তর সম্পাদক বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. জাহিদ হাসান হৃদয় ও কার্যকরী সদস্য হিসেবে আছেন মনোবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ সেশনের এলাহি মন্ডল, ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৯-২০ সেশনের সৈয়দ মো. শহীদুল্লাহ সিদ্দিকী ও ইংরেজি বিভাগ ২০১৯-২০ সেশনের মো. তানভীর।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদের মডারেটর রহমাতুল্লাহ রাজন ও সকল সদস্যবৃন্দ।

সোনালীনিউজ/জে/এসআই

Wordbridge School
Link copied!