• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা ১৯ দিন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২২, ০২:৪৩ পিএম
টানা ১৯ দিন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ঢাকা: দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে মোট ১৯দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সরকারি চাকরিজীবীদের মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

শনিবার (২৫ জুন) প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : পে-স্কেল ও রেশনসহ কর্মচারীদের ৭ দাবি বাজেটে অন্তর্ভূক্তির আবেদন

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ খ্রিস্টাব্দের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে'র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।  

আরও পড়ুন : সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর

এমতাবস্থায়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।  

সোনালীনিউট/আইএ

Wordbridge School
Link copied!