• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হলেন ববি শিক্ষার্থী


জাকির হোসেন, ববি প্রতিনিধি আগস্ট ২, ২০২২, ০৯:০৯ পিএম
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হলেন ববি শিক্ষার্থী

ঢাকা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম কোনো শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক(এডি) হিসেবে নিয়োগ পেলেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী জি.এম আবিদ আল হাসান৷

জানা যায়, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে ২০১২-১৩ সেশনে স্নাতক এবং ২০১৭-১৮সেশনে স্নাতকোত্তর শেষ করেন৷ আবিদ আল হাসান খুলনা জেলার ডুমুরিয়া থানার এক নম্বর ধামালিয়া ইউনিয়নের চেঁচুড়ি গ্রামে বাস করেন৷ কর্মজীবনে তিনি এর আগে উত্তরা ব্যাংকে চাকরি করেছেন৷

এ বিষয়ে জি. এম আবিদ হাসান বলেন, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার বাবা-মা, শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মপরিবেশ, পদোন্নতি, সামাজিক স্বীকৃতি সবকিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের 'সহকারী পরিচালক' পদটি সর্বদা'ই চাকুরীপ্রার্থীদের পছন্দের শীর্ষে অবস্থান করে। 

বিবিএ, এমবিএ শেষ করে আমি খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে, ব্যাংকিং সেক্টরেই আমার ক্যারিয়ার গড়ব। এরপর বৈশ্বিক মহামারী করোণার আঘাতে প্রায় দুই বছর সকল নিয়োগ পরীক্ষা বন্ধ থাকলেও আমি আমার লক্ষ্য অর্জনে সর্বদা চেষ্টা করে গেছি। অবশেষে সাফল্য ধরা দিলো। আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, লক্ষ্য যাদের ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়া তাদের উদ্দেশ্যে বলতে চাই, লক্ষ্য স্থির রেখে প্লানমাফিক পড়াশোনা করতে হবে। সঠিক প্লানিং ছাড়া এখন সফলতা পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। হার্ডওয়ার্কিং এর কোনো বিকল্প নেই। ম্যাথ, এনালিটিকাল, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়মিত চর্চা করতে হবে। ইংরেজি সংবাদপত্র পড়া, পরিবার বন্ধু-বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করা, ডিবেটিং প্রভৃতি ব্যাপক সহায়ক ভূমিকা রাখবে৷

এ বিষয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম বলেন, আবিদ আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থী তার এই সাফল্যে আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে৷ তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত৷

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের পরিচালক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে ১৮২ জনকে সহকারী পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়৷

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!