• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেমিকের সামনে ববি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা


জাকির হোসেন, ববি প্রতিনিধি আগস্ট ১৬, ২০২২, ০৩:০৯ পিএম
প্রেমিকের সামনে ববি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় ববি শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে গিয়ে প্রেমিকের সামনে আত্মহত্যার চেষ্টা করেন৷ ওই আবাসিক শিক্ষার্থীর নাম জাহিদ মিয়া (ছদ্মনাম)৷

জানা যায়, জাহিদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী৷ মঙ্গলবার সকাল ৬টায় ওই শিক্ষার্থী শেখ হাসিনা হলের গেট সংলগ্ন তার প্রেমিকার সাথে দেখা করতে আসেন৷ দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা হলে অবস্থানরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ঐশী (ছদ্মনাম) এর সাথে সম্পর্ক চলমান ছিল৷ হঠাৎ মনমালিন্য হওয়ার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

হলের গেটম্যান সূত্রে জানা যায়, ছেলে ও মেয়ে দুইজনই গেটের সামনে অবস্থান করে৷ দীর্ঘ সময় ধরে তাদের মাঝে কথা কাটাকাটি হয়৷ এক পর্যায়ে ছেলে বিভিন্ন ধরনের আত্মহত্যার হুমকিও দিয়ে আসছিলো৷ পরে এক শিক্ষক ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে বুঝানো চেষ্টা করেন৷ তার কিছুক্ষণ পর ওই ছেলে হলের দিকে যান এবং চাকু নিয়ে আসেন৷ এবং ওই মেয়ের সামনে আত্মহত্যার চেষ্টা করেন৷

এ বিষয়ে প্রক্টর ড. মো.খোরশেদ আলম জানান, ঘটনা জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি৷ ঘটনাস্থল থেকে একটি চাকুসহ তাদের দুজনকে উদ্ধার করি৷ ছেলেটি খুব আবেগী ছিল৷ এজন্য এরকম সিদ্ধান্ত নিতে গিয়েছিলো৷ 

তিনি আরও বলেন, শেরে বাংলা হলের প্রোভোস্ট ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষকদের উপস্থিতে আমরা তাদের সাথে কথা বলেছি৷ সমস্যা সমাধানে তাদেরকে বুঝিয়েছি৷

সোনালীনিউজ/এম
 

Wordbridge School
Link copied!