• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেনমার্কে রাষ্ট্রদূত হওয়ার বিষয়ে যা জানালেন ঢাবি উপাচার্য


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৭:১৪ পিএম
ডেনমার্কে রাষ্ট্রদূত হওয়ার বিষয়ে যা জানালেন ঢাবি উপাচার্য

ফাইল ছবি

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢাবি উপাচার্য নিজেই। 

উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জানান, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়ে যে তথ্যটি ছড়িয়েছে সেটিকে আমি গুজবও বলবো না, সত্যও বলবো না। তবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাকে কোনো অফিসিয়াল প্রস্তাব দেওয়া হয়নি। আমি নিজেও এমন কোনো কিছুতে হ্যাঁ অথবা না বলিনি।

মেয়াদ শেষ হওয়ার আগে উপাচার্যের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার নিয়োগপত্রে স্পষ্ট লেখা আছে যে আমাকে সাময়িক সময়ের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। সুতরাং আমার তো মেয়াদ পূরণের কথা আসছে না।

এদিকে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ড. নিয়াজ আহমেদ খানের নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে শুধু তিনিই নন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ তিন সহযোগীকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। তারা হলেন এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ড. নিয়াজ আহমেদ খানের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে বাকি তিনজনকে নিয়ে আলোচনা এখনো প্রাথমিক ধাপে রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ফাইলওয়ার্ক শুরু হয়নি।

পিএস

Wordbridge School
Link copied!