• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বুয়েট-মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৫, ০৬:২৫ পিএম
বুয়েট-মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

ছবি: সোনালীনিউজ

ঢাকা: রাজধানীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জামালপুরের উদ্যমী তরুণ শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করেছে ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরাম। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে বুয়েট, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় দুপুর ১টায়। এ বছরের আয়োজনের মূল স্লোগান ছিল- “জ্ঞানের স্পর্শে জাগরণ হোক নব প্রত্যয়ে।”

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত শেষে সবার উদ্দেশে দোয়া করা হয়, আল্লাহর বাণী যেন সবার পথ চলায় দিশা দেয়। এরপর ফোরামের কার্যক্রম ও অনুষ্ঠানের আলোচ্যসূচি সংক্ষেপে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রশাসক, ব্যাংকারসহ বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ড. সামিউল হক ফারুকী, পরিচালক, বাংলাদেশ ইসলামিক সেন্টার ও ভারপ্রাপ্ত সম্পাদক, মাসিক পৃথিবী, ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, এডভোকেট মো. মজিবুর রহমান, মো. এনামুল করিম, মো. জাকির ইমতিয়াজ, প্রফেসর ড. ছদরুদ্দীন আহমেদম, মো. জাকির হোসেন মনা, ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম, মো. শহিদুল্লাহ খান, মো. মাহমুদুর রহমান (এফসিএ, এফসিএমএ), মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার ছবুর খান, মো. হুমায়ূন কবীর আকন্দ (স্বপন), গোলাম রব্বানী এবং ফাবলিহা জাহাজ নাজিয়া।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দেন এবং সঠিক পথচলার পরামর্শ তুলে ধরেন।

সভাপতি ইঞ্জিনিয়ার আহসান হাবীব স্বাগত ভাষণে নবীনদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ ক্যারিয়ারগঠনে দিকনির্দেশনা প্রদান করেন।

নবীনদের অনুভূতি প্রকাশ পর্বে বুয়েটের শিক্ষার্থী এ এম মুসাব্বিরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআর বিভাগের শিক্ষার্থী সাবরিনা তাবাসসুম অন্তি তাদের আনন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সাংবাদিক, লেখক ও কণ্ঠশিল্পী আমিরুল মুমিনিন মানিক। তিনি মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন।

শেষ পর্বে ঘোষণা করা হয় ২০২৬ সেশনের নবগঠিত কমিটি। সভাপতি ও অতিথিবৃন্দের হাতে কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নতুন কমিটিতে তাওকীর আহমাদকে সভাপতি এবং হাসানুল বান্না জিসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এসএইচ

Wordbridge School
Link copied!