• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিকটক গার্ল থেকে হলিউড অভিনেত্রী


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২০, ০৭:১৯ পিএম
টিকটক গার্ল থেকে হলিউড অভিনেত্রী

ঢাকা: টিকটকে আসক্তি নিয়ে বহু বির্তক থাকলেও অনেকেই এই অ্যাপের ব্যবহার করে সাফল্যের শিখরে উঠেছেন।

তেমনই একজন হলেন মার্কিন তরুণী অ্যাডিসন রে স্টারলিং। এই তরুণী টিকটকে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থান করে নিয়েছেন হলিউডে।

সম্প্রতি হলিউডের ১৯৯৯ সালের আলোচিত ছবি সি’জ অল দ্যাট-এ অভিনয়ের সুযোগ পেলেন ১৯ বছর বয়সী এই টিকটক তারকা।

গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সে খবর নিজেই জানালেন অ্যাডিসন।

তিনি লেখেন, অবশেষে আমার স্বপ্ন সত্যি হল। ধন্যবাদ আমার ফ্যান-ফলোয়ারদের। তাদের জন্যএই স্বপ্নপূরণ হয়েছে। তোমাদের অনেক ভালোবাসি।

বিশ্বময় টিকটকে জনপ্রিয় তারকারদের মধ্যে অ্যাডিসন রে স্টারলিং অন্যতম। বর্তমানে টিকটকে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৬ কোটি।

টিকটকে ঢু মারেন কিন্তু কেউ স্টারলিংকে দেখেননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

টিকটক থেকেই কোটি কোটি টাকা আয় করছেন অ্যাডিসন। গত বছর টিকটক থেকে তার আয় হয় ৫০ লাখ মার্কিন ডলার!

হলিউডে নাম লেখালেও সিনেমাপ্রেমীদের অনেকেই অ্যাডিসনকে রূপালি পর্দায় দেখতে রাজি নন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এ নিয়ে সমালোচনা চলছে। এতে সিনেমাটির মান নষ্ট হবে বলে যুক্তি দেখিয়েছেন কেউ কেউ। তবে অ্যাডিসনের ৬ কোটি ফলোয়ারের খুশির জোয়ারে এমন সব সমালোচনা ধোপা টেকেনি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!