• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় অভিনেত্রী মিনু মমতাজের মৃত্যু, লাশ নিচ্ছে না সন্তানেরা


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২০, ০৯:২৯ পিএম
করোনায় অভিনেত্রী মিনু মমতাজের মৃত্যু, লাশ নিচ্ছে না সন্তানেরা

ছবি: সংগৃহীত

ঢাকা: অভিনেত্রী মিনু মমতাজ অনেক দিন থেকে কিডনি এবং চোখের সমস্যায় ভুগছিলেন। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গ্রীন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে। তারা জানায়, বর্ষীয়ান এই অভিনেত্রী করোনায় আক্রান্ত ছিলেন।

হাসপাতাল থেকে আরও জানানো হয়, তার ভোটার আইডি কার্ডের নাম জয়নব হাবিব। দীর্ঘদিন ধরে কিডনি ও চোখের সমস্যা ছিল তার। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। দেখা দেয় জ্বর ঠান্ডা। করোনা সন্দেহে তাকে আত্মীয়রা গত ৪ সেপ্টেম্বর গ্রীন লাইফ হাসপাতালে নিয়ে আসেন। এখানে টেস্ট করার পর তার করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তাকে করোনার বিশেষ বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, অভিনেত্রী মিনু মমতাজকে চিকিৎসার জন্য গত বছর ৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে তার ভাইয়ের মেয়ে সিলভা একটি অভিযোগও করেন। তিনি জানান, চাচীর মরদেহ এখনও হাসাপাতালের মর্গে রয়েছে। তার চিকিৎসায় প্রায় ৩ লাখের বেশি বিল এসেছে। যা পরিশোধের জন্য চাচীর ছেলেরা আসছেন না। তাই আমরা এখান তার মরদেহও বের করতে পারছি না।

তিনি জানান, মিনু চাচীর ছেলেরা সবাই ঢাকার বাইরে। মৃত্যুর খবর শুনেই আসতে অপারগ তারা। এমতাবস্থায় মর্গে পড়ে আছেন চাচী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!