• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাকিব খানকে দেখতে একসঙ্গে আড়াই লক্ষাধিক দর্শক


বিনোদন ডেস্ক নভেম্বর ২৩, ২০২০, ০৯:০৯ পিএম
শাকিব খানকে দেখতে একসঙ্গে আড়াই লক্ষাধিক দর্শক

ছবি: সংগৃহীত

ঢাকা : ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার (ইন্টারনেট থিয়েটার) অ্যাপে উন্মুক্ত হয়েছে ঢালিউড তারকা শাকিব খানের ‘নবাব এলএল.বি’ ছবির টাইটেল গান। রোববার সন্ধ্যায় গানটি উন্মুক্তের পরেই দেদারসে বাড়তে থাকে সাবস্ক্রাইবার! শাকিবকে দেখতে একসঙ্গে আড়াই লক্ষাধিক দর্শক।

শুধু তাই নয়, গানটি দেখতে একসঙ্গে অন্তত আড়াই লাখ মানুষ লগ ইন করেছেন অ্যাপটিতে! যা দেখে রীতিমত বিস্মিত আই থিয়েটার কর্তৃপক্ষ।

একসঙ্গে এতো মানুষ অ্যাপটিতে লগ ইন করায় গানটি দেখতে বহু অ্যাপ ব্যবহারকারীদের ঝামেলা পোহাতে হচ্ছে। বাফারিং হচ্ছে ভিডিও। বিষয়টি নিয়ে অনন্য মামুন বলেন, শাকিব ভাইয়ের নতুন গানটি দেখতে একসঙ্গে আড়াই লক্ষাধিক মানুষ একসঙ্গে অ্যাপে প্রবেশ করেছেন। আমরা এখনও ট্রায়ালে রয়েছি। এর মধ্যে এতো মানুষ একসঙ্গে অ্যাপে প্রবেশ করায় সার্ভার কিছুটা ডাউন হয়েছে। তবে এই সমস্যা থাকবে না। মঙ্গলবারের মধ্যে নেটফ্লিক্সের মতো দ্রুত কাজ করবে আই থিয়েটারের অ্যাপ। ইতোমধ্যে টেকনিক্যাল সমস্যা সমাধানের কাজ চলছে।

অনন্য মামুন বলেন, সত্যি খুব অবাক হয়েছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা শাকিব ভাইয়ের আই থিয়েটারে গিয়ে গানটি দেখেছেন। শুরুতে ভেবেছিলাম সর্বোচ্চ ৫০ হাজার মানুষ দেখবে। কিন্তু ১২ ঘণ্টার আগেই প্রায় ৫ লাখের কাছাকাছি দর্শক অ্যাপ থেকে গানটি দেখেছেন! অনেকেই দেখছি অ্যাপ থেকে গানটি মনমতো উপভোগ করতে না পারায় আমাকে মেসেজ পাঠাচ্ছেন। শুধুমাত্র শাকিব ভাইয়ের ভক্তদের কথা ভেবেই গানটি ইউটিউবে প্রকাশ করতে যাচ্ছি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার আগেই সেলেব্রেটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে টাইটেল গানটি প্রকাশ করা হবে বলে জানান অনন্য মামুন। 

যোগ করে বলেন, ছবি যখন মুক্তি পাবে আশা করছি রিলাক্সে বিশ্বের যে কোনো দেশ থেকে দর্শক ‘নবাব এলএল.বি’ দেখতে পাবেন। অ্যাপে ছবি মুক্তি দিয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। কম করে হলেও শাকিব ভাইয়ের প্রবাসী ১০ লাখের বেশি ভক্তরা ‘নবাব এলএল.বি’ দেখার জন্য মুখিয়ে আছেন। এসব আমরা রিসার্চ করেই মাঠে নেবেছি। এ সময়ে এসে এমন ফ্যানপেজ থাকা যে কোনো নায়কের জন্য ‘গড ব্লেসিং’।

মূলত ধর্ষণের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা হয়েছে ঢালিউড শীর্ষ অভিনেতা শাকিব খানের ‘নবাব এলএলবি’তে। টাইটেল গান জুড়েই সেই ইঙ্গিত পাওয়া গেছে। তিন মিনিটের এ গানে কথা ছিল এমন ‘আমি ধর্ষিত বোনেদের হাত, আমি নবাব’। গানে আরও উল্লেখ করা হয়েছে, নারী ধর্ষণ মানেই স্বাধীনতা হত্যা।

শাকিব খান রুপালী পর্দার নায়ক, বিনোদনের প্রতিনিধি। তবু তিনি তার কাজ দিয়ে মানুষকে হাসান, কাঁদান, মূল্যবোধকে জাগ্রত করার চেষ্টা থাকে তার সিনেমায়। রবিবারও জনপ্রিয় এ তারকা নির্মিতব্য ‘নবাব এলএল.বি’ ছবির শেষ দিনের শুটিং করছেন সাভারে। শিগগির যাবেন মালদ্বীপে গানের শুটিংয়ে। ডিসেম্বরে শুরুতে এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

শাকিব খান বলেন, আমি বিনোদনের মানুষ। মানুষকে বিনোদন দেয়া আমার মূল কাজ। এর মধ্যেই সমাজের অসঙ্গতিগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। নবাবের টাইটেল গানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি আমাদের দেশের কয়েকজন নারী পথিকৃৎদের সেলুট জানিয়েছি। যারা শত বাঁধায় থেমে থাকেননি। তারা আমাদের দেশকে এগিয়ে নিয়েছেন।

শাকিবের এ গানটিতে শ্রদ্ধা নিবেদন করা নারীরা হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার, কবি-সাহিত্যিক সুফিয়া কামাল, ‘বেগম’ পত্রিকার সম্পাদক নুরজাহান বেগম, ঔপন্যাসিক সেলিনা হোসেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, ‘শহীদ জননী’ জাহানারা ইমাম, ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী, কবি-লেখক রাবেয়া খাতুন, ‘বীরাঙ্গনা’ রমা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) তারামন বিবি, ক্রিকেটার (অল রাউন্ডার) সালমা খাতুন, প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী নিশাত মজুমদার এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

টাইটেল গানটি গেয়েছেন সম্প্রীতি দত্ত, সুর ও লেখা দোলন মৈনাকের এবং র‍্যাপ গানের কথা লিখেছেন মাহমুদ হাসান তবীব।

পরিচালক অনন্য মামুন বলেন, গৌরবময় স্বাধীনতার সুনাম রক্ষা করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। ১৯৭১ সালে পাকিস্তানীরা এদেশের নারীদের ধর্ষণ ও বিভিন্নভাবে নির্যাতন করেছে। যা কলঙ্কজনক অধ্যায়। দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর পরেও বাংলাদেশে ধর্ষণের ঘটনা থেমে নেই। যারা এই কাজ করছে তাহলে এরা কারা?

তিনি বলেন, ‘ধর্ষণ মানে স্বাধীনতা হত্যা’। মূলত এটাই ‘নবাব এলএলবি’ সিনেমার উপজীব্য। কাজটি যথাযথভাবে করতে আমাদের টিমের চেষ্টার কোনো কমতি থাকছে না।

শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমা নির্মাণের শুরু থেকেই আলোচনায়। করোনার মধ্যেও দেশ সেরা এ চিত্রনায়ক এ ছবির শুটিংয়ে নামেন ১০ সেপ্টেম্বর থেকে। দিনরাত এক করে টানা শুটিংয়ের মাধ্যমে শাকিব খান কাজ শেষ করছেন। শুরুর দিনেই ছবিতে শাকিব লুক ও প্রকাশের পর থেকে নতুন করে নেটিজনরাও ‘নবাব এলএলবি’ দেখার আগ্রহ প্রকাশ করেন।

শাকিব খান ছাড়াও অভিনয় করছেন মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী প্রমুখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!