• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাপ্পীকে সঙ্গে নিয়ে শাকিবের মুখোমুখি অপু


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২০, ০৩:৪৬ পিএম
বাপ্পীকে সঙ্গে নিয়ে শাকিবের মুখোমুখি অপু

ঢাকা : শাকিব খান ও অপু বিশ্বাস—দু’জন এখন দুই ভুবনের বাসিন্দা। কয়েক বছর হলো সংসার জীবনের ইতি টেনেছেন। তবে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় তাদের বিচরণ এখনও। একটা সময় জুটি হয়ে একাধিক ছবিতে অভিনয় করেছেন। পর্দায় এ জুটির উপস্থিতিতেই হাত তালিতে ফেটে পড়ত সিনেমা হল। যদিও এখন সেসব অতীত। পর্দায় তাঁরা হাজির হন ঠিকই, কিন্তু আলাদাভাবে।

আগামী ১৬ই ডিসেম্বরের মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমাটি। এতে শাকিবের সাথে জুটি বেঁধেছেন মাহিয়া মাহি। সাথে আছেন স্পর্শিয়া। ছবির পরিচালক অনন্য মামুন। তবে সিনেমা হলে নয়, একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। পরিচালকের মতে, ধর্ষণের প্রতিবাদ জানাতেই নির্মাণ করা হয়েছে এই সিনেমা।

অন্যদিকে, একই দিনে মুক্তি পাবে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘প্রিয় কমলা’। সিনেমা হলগুলোর পাশাপাশি চ্যানেল আইয়ের পর্দায় প্রিয় কমলার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে বিকাল ৩টা ৫ মিনিটে। ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত হয়েছে ছবিটি। এতে একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছবির প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন মুক্তিযোদ্ধা। তাই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের। আশা করছি ছবিটি নিয়ে দর্শকের বিশেষ আগ্রহ থাকবে।

অপুর চলচ্চিত্রে আগমন ২০০৫ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে। এরপর ২০০৬ সালে তিনি নায়িকা হয়ে বড় পর্দায় আসেন এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে। অন্যদিকে মাহিয়া মাহীর চলচ্চিত্রে অভিষেক ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’-এর মাধ্যমে।

অপুর প্রথম ছবির নায়ক ছিলেন শাকিব খান আর মাহীর প্রথম ছবির নায়ক ছিলেন বাপ্পী। এবার ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া অপুর ছবির নায়ক হবেন বাপ্পী এবং মাহীর ছবির নায়ক শাকিব খান। মানে দুজনের নায়ক হয়ে যাচ্ছে অদল-বদল। এবার দেখার বিষয় কে জিতে? অপু নাকি মাহী?

সোনালীনিউজ/এমটআই

Wordbridge School
Link copied!