• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা নেগেটিভ, পাঁচদিন পর বাসায় হাবিব


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২১, ০৪:৪৬ পিএম
করোনা নেগেটিভ, পাঁচদিন পর বাসায় হাবিব

ফাইল ছবি

ঢাকা: করোনা উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদের। হাসপাতালে ভর্তি হলেও পরে বাসায় ফিরেছেন তিনি।

প্রথম দিকে তার চিকিৎসকরা বলেন, কণ্ঠশিল্পী হাবিবের জ্বর ও কাশি আছে। শরীরও দুর্বল। তার ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই করোনা পজেটিভ না হলেও তাকে হাসপাতালে থাকতে হবে। এ অবস্থায় পাঁচদিন হাসপাতালে থাকার পর সোমবার হাসপাতাল ছাড়েন এই সঙ্গীত তারকা। পুরোপুরি সুস্থ হয়েই বাসায় ফিরেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘হাবিব ওয়াহিদ এখন সম্পূর্ণ সুস্থ। উনার বাবা সোমবার বিকালের দিকে তাকে নিয়ে গেছেন। তবে কিছু দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

উল্লেখ্য, দেশের পপ আইকন ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ। বাংলা লোক গানের ফিউশন করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তন করে জনপ্রিয় করে তুলেছেন হাবিব। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!