• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বনানী কবরস্থানে চিরঘুমে ওয়াসিম


বিনোদন প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২১, ০৩:৩০ পিএম
বনানী কবরস্থানে চিরঘুমে ওয়াসিম

ঢাকা : বনানী কবরস্থানে ওয়াসিমের দাফন সম্পন্ন। রোববার (১৮ এপ্রিল) বাদ জোহর ২টা ৫০ মিনিটে তাকে তার বাবার কবরের পাশে শায়িত করা হয়। এর আগে গুলশান আজাদ মসজিদে ওয়াসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থাতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

১৯৭২ সালে ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে ঢাকাই সিনেমায় ওয়াসিমের অভিষেক। নায়ক হিসেবে যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। এক সময় বাণিজ্যিক সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে ওঠেন তিনি।

ওয়াসিম অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ ইত্যাদি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!