• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘পুষ্পা-টু’ আরো ভালো হবে : রাশমিকা


বিনোদন ডেস্ক জানুয়ারি ২১, ২০২২, ০২:৩৮ পিএম
‘পুষ্পা-টু’ আরো ভালো হবে : রাশমিকা

ঢাকা : চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়াচ্ছে এই সিনেমা।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা। এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাশমিকা জানান, প্রথম অংশের চেয়ে সিনেমাটির দ্বিতীয় অংশ আরো ভালো হবে।

‘গীতা গোবিন্দম’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী ভক্তদের ধন্যবাদ জানিয়ে এক টুইটে লিখেছেন, ‘পুষ্পা সিনেমাটি পছন্দ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এটি আমাদের আরো কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে। আপনাদের প্রতিজ্ঞা করছি— পুষ্পা-টু আরো বড় পরিসরে এবং ভালো হবে।’

গত ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। এর সংগীতায়োজনে আছেন দেবী শ্রী প্রসাদ। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে এটি।

জানা গেছে, মার্চ থেকে ‘পুষ্পা-টু’ সিনেমার শুটিং শুরু হবে। চলতি বছরের শেষে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। তবে করোনা মহামারির কারণে তারিখ পরিবর্তন হতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!