• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুমি তোমার জামাই নিয়ে থাকো, আমি চললাম! মাকে বলেছিলেন মঞ্জুষা


বিনোদন ডেস্ক মে ২৭, ২০২২, ১০:৪৪ এএম
তুমি তোমার জামাই নিয়ে থাকো, আমি চললাম! মাকে বলেছিলেন মঞ্জুষা

মঞ্জুষা নিয়োগী এবং তাঁর মা। ছবি: আনন্দবাজার

ঢাকা: অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা দে মজুমদারের পর এ বার টলিপাড়ার আর এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) মৃত অভিনেত্রী মঞ্জুষার মা বললেন, ‘‘এদের সামনে প্রচুর পয়সার হাতছানি। এরা ভাবে, যা খুশি তাই করব। আমার মেয়েও সব সময় উপরে ওঠার চিন্তা করত। সেটাই কাল হল।’’ প্রথমে পল্লবী এবং তার পর বিদিশার মৃত্যুর পরই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মঞ্জুষা। 

তার মায়ের কথায়, ‘‘ও শুধু বলত বিদিশার কথা। ওরা খুব বন্ধু ছিল। ও চলে যাওয়ার পরই মৃত্যুর বাসনা আরও বেশি জেগে ওঠে আমার মেয়ের মধ্যে।’’ তার দাবি, ‘‘ও আমাকে বলেছিল, ‘পল্লবীর বাড়িতেও সাংবাদিকরা এসেছিল, তোমার বাড়িতেও আসবে।’ আমি ওকে কত করে বোঝাতাম। কোনও লাভ হল না।’’

মঞ্জুষার মায়ের দাবি, মেয়ে চার-পাঁচ দিন আগেই বাপের বাড়িতে এসেছিল। তার কথায়, ‘‘বিদিশা ওর বান্ধবী ছিল। একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। কাল সারা দিন বিদিশার কথাই বলছিল। বার বার বলছিল, আমিও বিদিশার মতো করব। কালও শ্যুটিং সেরে এসেছিল।’’

একই সঙ্গে মঞ্জুষার মা প্রশংসা করেছেন তার জামাইয়েরও। বলেছেন, ‘‘আমার জামাই খুব ভাল মানুষ।’ বিয়ের পর জামাই বলত যে এত কাজ একসঙ্গে করতে হবে না। এই ইন্ডাস্ট্রিতে ছিল বলে শরীর রোগা রাখত, খাওয়া-দাওয়া কম করত। আমিও বলতাম, ভাল করে খাওয়া দাওয়া করতে। না খেলে শরীর খারাপ হবে। কিন্তু তার আগেই ও নিজেকে শেষ করে দিল।’’

তিন-চারদিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তার জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান মঞ্জুষা। তারপর থেকেই অবসাদে ভুগতে থাকেন তিনি।

মঞ্জুষার মা বলেন, ‘‘জামাই ওকে দিন দুই আগে নিতে এসেছিল। মাত্র ছ’মাস আগে ওদের বিয়ে হয়েছে। কাজের জায়গায় হতাশা ছিল। ঠিক মতো কাজ পাচ্ছিল না। জামাই বলত, ‘এখন অত চিন্তার কিছু নেই। কাজ না পেলে না পাবে। ছেলে-মেয়ে হোক। তার পর আবার চেষ্টা করবে।’ জামাইয়ের কথা ওকে বললে, আমাকে বলত, ‘তুমি তোমার জামাইকে নিয়ে থাকো। আমি চললাম।’’

সূত্র-আনন্দবাজার

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!