• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না ফেরার দেশে অভিনেতা ক্লু গুলাগার


বিনোদন ডেস্ক আগস্ট ৭, ২০২২, ০৭:৫৬ পিএম
না ফেরার দেশে অভিনেতা ক্লু গুলাগার

ঢাকা: না ফেরার দেশে চলে গেছেন ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ ও ‘দ্য ভার্জিনিয়ান’ খ্যাত মার্কিন অভিনেতা ক্লু গুলাগার। গত ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন এই তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর।

বার্ধক্যজনিত কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তার মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন জামাতা দিয়ানে গোল্ডনার।

প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন গুলাগার। বিখ্যাত টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’-এও অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার চরিত্রের নাম ছিল ‘ওয়াল্ট কিরবি’।

গুলাগার একটি শর্টফিল্ম নির্মাণ করেছিলেন, যেটার নাম ‘আ ডে উইথ দ্য বয়েজ’। এটি ১৯৬৯ সালে কান উৎসবে পাম দ বিভাগে মনোনীত হয়েছিল। 

পঞ্চাশের দশকে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। তাকে সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় দেখা গেছে। একই বছর তাকে ‘স্ক্রিম, কুইন! মাই নাইটমেয়ার অন এম স্ট্রিট’ নামের একটি তথ্যচিত্রে দেখা গেছে। গুণী এই অভিনেতার মৃত্যুতে মার্কিন বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!