• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমেছে


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২০, ০৩:৩৪ পিএম
শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমেছে

মৌলভীবাজার : চা-শিল্প শহর শ্রীমঙ্গলে তাপমাত্রা আজ ১১.৪ ডিগ্রিতে নেমে এসেছে। গত ক'দিন ধরেই শ্রীমঙ্গলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছিল। রাতে অনুভুত হচ্ছিল হালকা শীত।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্র ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।

এদিকে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমে আসায় সারা উপজেলাজুড়ে শীত অনুভুত হচ্ছে। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভুত হচ্ছে। পড়ছে কুয়াশাও।

দেশের অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গলে প্রকৃতির রুপ কিছুটা বদলে যাচ্ছে। গাছের পাতায় আর সবুজ ঘাসে জমছে শিশির কণা। শেষ রাতে আর ভোরে কুয়াশায় আচ্ছন্য থাকে চা-বাগানগুলো।

শ্রীমঙ্গলের বাইক্কা বিল, হাইল-হাওর, বিল-ঝিল আর চা-বাগান লেকগুলোতে শীতের পাখি আসতে শুরু করেছে।

বড়গাঙিনা সম্পদ ব্যবস্হাপনা সংগঠনের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী আজ দুপুরে এ প্রতিবেদককে জানান, শ্রীমঙ্গলের প্রসিদ্ধ বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে।

তিনি বলেন, শীত বাড়লে অতিথি পাখির আগমন ঘটবে বেশি। তখন বাইক্কা বিল অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!