• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে সতর্ক সংকেত


নিজস্ব প্রতিনিধি জুন ১৬, ২০২১, ১২:৪৩ পিএম
ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে সতর্ক সংকেত

ফাইল ছবি

ঢাকা : দেশে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর এক সর্তকবার্তায় মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় এ তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশীয় উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।   

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!