• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হঠাৎই পাল্টে গেল সমুদ্র, ঘোলা পানির ঢেউয়ে আতঙ্ক (ভিডিও)


নিউজ ডেস্ক আগস্ট ১৪, ২০২১, ০৯:৩০ পিএম
হঠাৎই পাল্টে গেল সমুদ্র, ঘোলা পানির ঢেউয়ে আতঙ্ক (ভিডিও)

ঢাকা: আচমকা বদলে গেল সমুদ্র। নীলাভ রঙের বদলে সমুদ্রের পানির র‌ং কালচে ঘোলাটে হয়ে গেল। শনিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পানির রঙের এই পরিবর্তন দেখে চাঞ্চল্য ছড়ায় পর্যটকদের মধ্যেও। 

ভারতের দিঘায় ঘুরতে এসে সমুদ্রে গোসল না করেই ফিরে যান অনেকে। দিঘায় সমুদ্রের পানির এমন চেহারা সাম্প্রতিক কালে কখনও হয়নি বলে দাবি স্থানীয়দের।

দীঘায় করোনা বিধিনিষেধ অনেকটা শিথিল হওয়ায় ছুটি কাটাতে শনিবার এবং রোববার ভিড় বেড়েছে সমুদ্র সৈকতে। কিন্তু হঠাৎই সমু্দ্রতটে আছড়ে পড়ছিল কাদামাখা কালচে পানির ঢেউ।

কিন্তু হঠাৎ কেন বদলে গেল রং? এ নিয়ে ভারতের সমুদ্রবিজ্ঞানীরা বলেছেন, ‘গোটা বছর পানির চেহারা অন্য রকম হলেও এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি সমুদ্রে মিশে যাওয়ার ফলেই এমন পরিবর্তন ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে সমুদ্রে দূষণ থেকেও এমনটা হতে পারে।’ নজর রাখা হচ্ছে, শীঘ্রই এই পরিস্থিতির বদল ঘটবে বলেই আশাবাদী তারা।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!