• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় ৩০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২২, ১১:৪৫ এএম
ঢাকায় ৩০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে

ঢাকা : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে।

বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকায় আজ সকাল ৬টায় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৮১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!