• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চূড়ান্তভাবেই নিষিদ্ধ হলো সাকার মাছ


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ২৫, ২০২৩, ০৬:৪৪ পিএম
চূড়ান্তভাবেই নিষিদ্ধ হলো সাকার মাছ

ফাইল ছবি

ঢাকা : অবশেষে চূড়ান্তভাবেই নিষিদ্ধ হলো সাকার মাছ। গত ১১ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কথিত এই রাক্ষুসে মাছটি নিষিদ্ধ করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এর আগে ২৫ সেপ্টেম্বর সাকার মাছ নিষিদ্ধ করতে প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০-এর ১৮ নম্বর ধারা সংশোধন প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করে মন্ত্রণালয়।

এ বিষয়ে কারো কোনো আপত্তি বা পরামর্শ থাকলে লিখিতভাবে অনধিক দুই মাসের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মৃনাল কান্তি দেকে জানানোর জন্য বলা হয়।

মন্ত্রণালয়ের ১১ জানুয়ারির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু, উক্ত প্রাকুপ্রকাশনায় উল্লিখিত ২ (দুই) মাস সময় ইতোমধ্যে অতিক্রান্ত হইয়াছে এবং প্রস্তাবিত সংশোধনের উপর প্রাপ্ত মতামতের ভিত্তিতে সরকার রুলসের অধিকতর সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে।’

এরপর প্রজ্ঞাপনে আইনের ১৮ নম্বর ধারার ২ নম্বর উপধারায় বলা হয়, সাকার মাছ কোনো ব্যক্তি আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, গ্রহণ বা প্রদান, বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রকাশ ও অধিকারী হতে পারবেন না।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!