• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুতার দাম ৪৩ লাখ টাকা


নিউজ ডেস্ক নভেম্বর ১৭, ২০২০, ০৩:৩৬ পিএম
জুতার দাম ৪৩ লাখ টাকা

ঢাকা: জুতার দাম ৫১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৪৩ লাখ টাকা। এটি যেই সেই জুতা নয়; ছাগলের চামড়া দিয়ে তৈরি আড়াইশ বছর আগেকার পাদুকা। 

ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতা জোড়া রোববার নিলামে তোলা হয়।

জুতা জোড়ার দাম সর্বোচ্চ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা।

কিন্তু নিলামে তোলার পর সারাবিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। সংগ্রহে রাখার জন্য এ জুতা জোড়া যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি।

সাদা রঙের ৮ দশমিক ৮ ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো।

দেশটির ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন। বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলঙ্কারও নিলামে তোলা হয়েছে৷ কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়। 

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!