• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারি চাকুরেদের যেসব ভাতা করমুক্ত


সোনালীনিউজ ডেস্ক অক্টোবর ৬, ২০২১, ০৫:২২ পিএম
সরকারি চাকুরেদের যেসব ভাতা করমুক্ত

ঢাকা: অবসরকালে প্রদত্ত লাম্পগ্র্যান্টসহ সরকারি বেতন আদেশে উল্লিখিত অন্যান্য ভাতা ও সুবিধাদি যেমন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তিবিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি করমুক্ত থাকবে।

সরকারি বেতন আদেশভূক্ত কর্মচারীর বেতন ভাতাদির ক্ষেত্রে আয়কর গণনার জন্য ইতিপূর্বে জারিকৃত প্রজ্ঞাপন এস,আর,ও নং ১৯৮-আইন/আয়কর/২০১৫, তারিখ: ৩০ জুন ২০১৫ খ্রিস্টাব্দ রহিতক্রমে এস,আর,ও নং ২১১-আইন/আয়কর/২০১৭, তারিখ: ২১ জুন ২০১৭ খ্রিস্টাব্দ জারি করা হয়।

এ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি বেতন আদেশভূক্ত একজন কর্মচারীর সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস (যে নামেই অভিহিত করা হোক না কেন) করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। কর্মচারীদের বেতন খাতে আয় নিরূপণপর্যায়ে আয়কর আইনের বিধি-৩৩ প্রযোজ্য হবে না।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!